মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংস্কৃতিকর্মীদের ডাকলেন সুজন
২৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৩০
চট্টগ্রাম ব্যুরো: ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংস্কৃতিকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি সমাবেশে সুজন এ আহ্বান জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম মহানগর শাখা চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ সমাবেশ আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদ চেতনার মূল ভিত্তিই হচ্ছে আবহমান সংস্কৃতি। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে সংস্কৃতির নিবিড় যোগসূত্র ছিল। মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীরা ছিলেন আদর্শিক চেতনার অগ্রবর্তী বাহিনী। তাই সংস্কৃতিকর্মীদের শুধু স্লোগানসর্বস্ব হলে চলবে না। তাদের মুক্তিযুদ্ধের চেতনা সর্বাগ্রে ধারণ করতে হবে। রাজনীতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে হতাশার আবর্তে চলে যায়, তখন সংস্কৃতিই পারে সমাজে পুর্নজাগরণ ঘটাতে।’
সুজন উপস্থিত সংস্কৃতিকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি কিন্তু থেমে নেই। সম্প্রতি বিএনপি-জামায়াতের কিছু নেতা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য মধ্যপ্রাচ্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তারা বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদী শক্তির উত্থান ঘটাতে তৎপর। এই ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিতে হবে সংস্কৃতিকর্মীদের। মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠতে হবে।’
একই অনুষ্ঠানে নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘রাজনৈতিক আন্দোলন, গণআন্দোলন- সব আন্দোলনের মূল প্রভাব কিন্তু সংস্কৃতি থেকেই আসে। রাজনীতি যখন নিষ্ক্রিয় হয়ে যায়, সংস্কৃতি তখনও মাথা উঁচু করে থাকে। সংস্কৃতিকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় সমুন্নত রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে সংগঠনের নগর শাখার সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃত্ব নিতে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন। আমরা উনার চিন্তাচেতনায় অনুপ্রাণিত হয়ে এই সংগঠনের কাজের পরিধি আরও বাড়াতে চাই।’
সাবেক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারীনেত্রী মমতাজ খান, আনিসুর রহমান লিপন, এ কে এম ফজলুল হক, শওকত হোসেন, হেলাল উদ্দিন, আঞ্জুমান আরা আনজু, মামুনুর রশিদ, সুমন সেন, নারায়ণ চন্দ্র দে, মোস্তাফিজুর রহমান বিপ্লব, হাসিনা আক্তার টুনু, রিপা সরকার, উজ্জল সরকার, পলাশ নাগ, জেকব ডায়েস, সেলিন আকতার, শিরীন আক্তার শিল্পী, জেনিফার আলম, শবনম ফেরদৌস, তছলিমা নাসরিন রুবি, শাহ নেওয়াজ আকবর, জিন্নাত আরা লিপি প্রমুখ।
খোরশেদ আলম সুজন চসিক প্রশাসক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংস্কৃতিকর্মী