Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এশিয়ার মধ্যে সেরা অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বাংলাদেশের’


২৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেও এশিয়ার মধ্যে সেরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের হবে বলে আশাবাদ জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মেহেরপুর জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ভিত্তিপ্রস্তর স্থাপন ও দু’টি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর রয়েছে। আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে দেশকে এগিয়ে যাওয়ার কৌশল নিয়ে নেতৃত্ব দিয়ে চলেছেন। আর তারই ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ এশিয়ার মধ্যে সেরা হতে চলেছে।

বিজ্ঞাপন

স্থানীয় পর্যায়ে চিকিৎসা সুবিধার বিস্তৃতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে কোভিড চিকিৎসায় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে এখন আর জেলাবাসীকে বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে না। তবে করোনাভাইরাসমুক্ত থাকার জন্য সবাইকে ব্যক্তিগত সচেতনতা আরও বাড়াতে হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলেই করোনা থেকে আমরা মুক্ত থাকতে পারব।

মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. এম মুনসুর আলম খান। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ও সিভিল সার্জন ডা. নাসির উদ্দীনসহ অন্যরা।

অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার সেরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর