Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে ভাঙলো মাটির দেয়াল, চাপা পড়ে স্বামী-স্ত্রী-২ ছেলে নিহত


২৭ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৪

দিনাজপুর: মাটির ঘর। তাতে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন স্বপন-সারজানা দম্পতি। রাতে প্রবল বৃষ্টির তোড়ে ভেঙে গেছে সেই মাটির ঘরের দেয়াল। তাতেই চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ওই দম্পতি ও তাদের দুই সন্তান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন— স্বপন (২৯) ও তার স্ত্রী সারজানা (২৫) এবং তাদের দুই ছেলে হাসান (৯) ও হুসেন (৫)।

বিজ্ঞাপন

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান সারাবাংলাকে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাতে বৃষ্টি হলে স্বপনের মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ে। ঘুমের মধ্যেই সবাই মারা গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চার জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর

রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এলাকায় নিম্নবিত্ত অনেকেই মাটির ঘরে থাকেন। কিন্তু এভাবে যে মাটির ঘর ভেঙে পড়ে চারটি তাজা প্রাণ কেড়ে নেবে, তা সবার ধারণার অতীত। চার চার জন মানুষ এভাবে বৃষ্টির রাতে ঘুমিয়ে গেলে সেটিই যে তাদের শেষ ঘুম হবে, তা মেনে নিতে পারছেন না কেউ।

৪ জনের মৃত্যু দেয়াল ধ্বস দেয়ালচাপা প্রবল বৃষ্টি বৃষ্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর