Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে প্রধানমন্ত্রীকে মোদির শুভেচ্ছা পৌঁছে দিলেন ভারতীয় দূত


২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৩

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এই সময়ে রীভা গাঙ্গুলি দাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছাবার্তা হস্তান্তর করেন এবং তার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি ফুলের তোড়া উপহার দেন।

ঢাকার ভারতীয় মিশন থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ এ হাইকমিশনার ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতিতে বাংলাদেশের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে অগ্রগতি হয়েছে তা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং পরের বছরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন বিষয়েও আলোচনা করেন।

বিজ্ঞাপন

এই সময় হাইকমিশনার ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের কিছু দুর্লভ ফুটেজ প্রধানমন্ত্রীকে উপহার দেন।
প্রধানমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পূর্ব) হিসেবে তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা করেন।

গাঙ্গুলী রীভা শেখ হাসিনা হাইকমিশনার

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর