Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়তে পারে’


২৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ২০:১৫

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। ৩ অক্টোবরের পর আরেক দফা বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। তবে নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এ বিষয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাড়ানো হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে শতভাগ করোনামুক্ত হওয়া সম্ভব নয়, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কতটা সফলতা আসছে সে বিষয়টিও ভাবা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব প্রতিষ্ঠান সচল হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের সেশনজটের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কি না সেটিও ভাবতে হচ্ছে আমাদের।’

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু দিকনির্দেশনা রয়েছে। স্কুল-কলেজ খোলার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা একদম নেই বললেই চলে।

সূত্রটি বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১৫ দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এই সিদ্ধান্ত আগামী ৩ অক্টোবরের আগে জানা যাবে না। প্রসঙ্গত, ১৭ মার্চ থেকে কয়েক ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আরেক দফা বাড়ছে শিক্ষা উপমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর