পেট্রোল পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
২৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৩
ঢাকা: ওজন ও পরিমাপে কম দেওয়ায় পেট্রোল পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৫০ মিলিলিটার এবং মতিঝিল এলাকার মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৫০ মিলি লিটার করে কম দেওয়ায় পেট্রোল পাম্প দু’টিকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মতিঝিল এলাকার মেসার্স টপলাইন ফেব্রিক্স এন্ড টেইলার্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন মেট্রিক গজ কাঠি ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব পরিদর্শক মো. বিল্লাল হোসেন ও মো. ইনজামামুল হক ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে অংশ নেন।