ঢাকা: সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ধানমন্ডি সাতমসজিদ রোড শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর, ধানমন্ডি সাতমসজিদ রোডের নতুন ঠিকানায় ব্যাংকটির শাখা উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানা হচ্ছে-বাড়ি নং ৪৮ (নিচ তলা), সাতমসজিদ রোড, ধানমন্ডি।
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম (এফসিএমএ) আনুষ্ঠানিকভাবে এই স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরিয়ার আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, সেন্টার ফর রিনিউয়েবেল এনার্জি সার্ভিসেস লিমিটেড; পরিচালক, সেন্টার ফর এনার্জি রিসার্চ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী; ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।