Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়া প্রেসক্লাবের সামনে ২ ককটেল বিস্ফোরণ


২৮ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভার: সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন উপস্থিত সাংবাদিকরা। এমন কাণ্ডে হতবিহবল তারা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান,  রাত ৮টা ১০ মিনিটে হঠাৎ প্রেসক্লাব চত্বরে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা ঘটনার কারণ জানতে চেষ্টা করেন। প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকার সময় টিভির সাংবাদিক মোজাফফর হোসেন জয়ের ব্যক্তিগত গাড়ির নিচে আবারও একটি বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জিয়া জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

প্রসঙ্গত, গত ২৩ তারিখ আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এসে সময় টিভির ঢাকা জেলা ব্যুরো প্রতিনিধিকে মোজাফফর হোসেন জয়কে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দিয়ে যায় মানিক নামে এক মাদক ব্যবসায়ী। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি।

সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর