Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহবুবে আলমের সম্মানে আজ কোর্ট বসবে না


২৮ সেপ্টেম্বর ২০২০ ১২:২১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সম্মানে আজ উচ্চ আদালতে কোনো কোর্ট বসবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আপিল বিভাগ বসে। পরে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি রাজধানীর সিএমএইচে ভর্তি হন। ওইদিনই নমুনা পরীক্ষায় তিনি করোনাভাইরাস পজিটিভ আসেন। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

বিজ্ঞাপন

শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাকে আইসিইউ থেকে বের করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আরও পড়ুন: অ্যাটর্নি জেনারেলের দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

অ্যাটর্নি জেনারেল আইসিইউ মাহবুবে আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর