‘দোয়া চাই, যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি’
২৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৬
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের কাছে দোয়া চাই। যেন যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি। আর আমার কাছ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারই হয়। মানুষ যেন ভাল থাকে, সেই কাজগুলি যেন করতে পারি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিপরিষদ সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে তার সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য একট বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ প্রজ্ঞা, জ্ঞান মেধা আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অত্যন্ত ধীর স্থির ঠাণ্ডা মাথায় সবকিছু বিবেচনা করতেন। অনেক জটিল মামলা ভালভাবে সমাধান করেছিলেন তিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যে, এই কয়েকটা বছর আমরা দেখেছি বাংলাদেশে অনেক চরাই-উৎরাই পার হয়ে আমরা এই জায়গাটায় এসেছি। এসময় নানা ধরনের ঘাত-প্রতিঘাত সেগুলি মোকাবিলা করেই তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কারণ রাষ্ট্রের প্রধান আইনবিষয়ক কর্মকর্তা হিসাবে মাহবুবে আলম অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। আমরা আমি গভীর শোক প্রকাশ জানাচ্ছি। মন্ত্রিসভার শোক প্রস্তাব গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারি। বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওইটুকুই আমার প্রচেষ্টা আর কিছু না। নইলে বাবা-মা সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে এই দেশে এসে কাজ করা, এটা খুবই কঠিন কাজ। তারপরও শুধু একটা কথা চিন্তা করেছি- যে দেশটাকে আমার বাবা এতো ভালবেসেছেন, যে দেশের মানুষকে। তাদের জন্য কিছু করে আমাকে যেতে হবে। তার স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে সেটা যেন পূর্ণ করতে পারি।’
সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি’ দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও যত বাধা-বিঘ্ন আসুক সেটা অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আর সকলের কাছে দোয়া চাই। দোয়া এইটুকু চাই যে, যেন যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি। আর আমার কাছ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারেই হয়। মানুষ যেন ভাল থাকে, সেই কাজগুলি যেন করতে পারি।’
প্রসঙ্গত, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। এ উপলক্ষে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।