Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যানের গোপন কুঠুরিতে মিলল ৪০ হাজার ইয়াবা


২৮ সেপ্টেম্বর ২০২০ ২১:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। কক্সাবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কাভার্ডভ্যানের ভেতরে গোপন কুঠুরি বানিয়ে সেখানে রাখা হয় বলে জানিয়েছে র‌্যাব। কাভার্ডভ্যানটির চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া থানার ফোর সিজন রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার দু’জন হলেন- জাহাঙ্গীর আলম (৪৩) ও আবদুল্লাহ আল নোমান (২০)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, কাভার্ডভ্যানটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এর টুলবক্সের নিচে বিশেষ উপায়ে বানানো গোপন কুঠুরিতে ইয়াবাগুলো রাখা হয়েছিল। র‌্যাব সদস্যদের তল্লাশির সময় চালক ও সহকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দুজন এর আগেও কয়েক দফা ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে মাদক বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

দুজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মামুন।

৪০ হাজার ইয়াবা কাভার্ডভ্যান গোপন কুঠুরি