ঢামেক করেসপন্ডেন্ট
ঢাকা : ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ঢাকা মহানগর ছাত্রদলের (উত্তর) সহ-সভাপতি জাকির হোসেন মিলন মারা গেছেন। সোমবার কারাগার থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দীন জানান, তিনি মৃত অবস্থাতেই হাসপাতালে এসেছেন। তিনি হৃদরোগে মারা গেছেন।
মিলনের দুলাভাই রাশেদুল হক জানান, মিলনের বাড়ি শরীয়পুরের সফিপুর উপজেলার বাহাউদ্দিন মুন্সিকান্দি গ্রামে। গাজীপুরে টঙ্গি এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন মিলন।
তিনি ঢাকা মহানগর ছাত্রদলের নেতা ছাড়াও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
মিলনের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মানববন্ধন শেষ করে ফেরার সময় শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। পরে ডিবি পুলিশের তিনদিনের রিমান্ড শেষে রোববার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।
ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন
কারারক্ষী মো. হানিফ বলেন, ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারা কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ৬ মার্চে গ্রেফতার হওয়া মিলনকে গতকাল (১১ মার্চ) কারাগারে পাঠানো হয়। গতকাল রাত থেকেই তিনি অসুস্থ ছিলেন। ভোরেই তাকে হাসপাতালে পাঠানো হয়।
সারাবাংলা/এসএসআর/জেডএফ