Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বিশ্বব্যাপী ১০ লাখ প্রাণহানি


২৯ সেপ্টেম্বর ২০২০ ১১:২৭

বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানছে এমন শঙ্কার মধ্যেই মহামারি কোভিড-১৯ এ বিশ্বব্যাপী প্রাণহানি ১০ লাখ ছাড়িয়ে গেছে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মোট মৃত্যু ১০ লাখ ছয় হাজার ৩৭৯ জনে দাঁড়িয়েছে।

এদিকে, কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ থেকে ১০ লাখে পৌঁছেছে মাত্র তিন মাসে। করোনায় মোট মৃত্যুর প্রায় অর্ধেকই (৪৫ শতাংশ) দেখেছে জনবহুল তিন দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।

এর মধ্যে, যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৬২ জনের। ব্রাজিলে মৃত্যু হয়েছে এক লাখ ৪২ হাজার ৫৮ জনের এবং তৃতীয় স্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা ৯৫ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত গড় মৃতের সংখ্যার ভিত্তিতে তৈরি করা বার্তাসংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, প্রতি ২৪ ঘণ্টায় বিশ্বে পাঁচ হাজার ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হচ্ছে। সেই হিসাবে, প্রতি ঘণ্টায় প্রায় ২২৬ জনের এবং প্রতি ১৬ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হচ্ছে।

এ ব্যাপারে বিশেষজ্ঞদের বরাতে বিবিসি জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি।যা সরকারি হিসাবে সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না।

অন্যদিকে, এক ভিডিওবার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক ভিডিওবার্তায় বলেছেন, প্রতিটি জীবনই স্বতন্ত্রভাবে মূল্যবান। যারা করোনায় মারা গেছেন তাদের সকলেই আমাদর সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত ছিলেন। তাই এ ক্ষতি অপূরণীয়। মৃতের মোট সংখ্যাকে এক দুঃখজনক মাইলফলক বলে উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার প্রায় ১০ মাসের মধ্যে এ ভাইরাসজনিত মহামারিতে মৃত্যুর সংখ্যা ১০ লাখের মর্মান্তিক মাইলফলক ছাড়িয়ে গেল।

করোনায় মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর