Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবধরনের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৫

ঢাকা: শুধু মেডিকেল বর্জ্যই নয়, সবধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাস, নৌ, বিমান বা যেকোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যেসব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। একনেকের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নৌ-পথের বর্জ্য অপসারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। এছাড়া কৃষিজমি রক্ষায় যেখানে সেখানে শিল্পস্থাপন করা যাবে না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন করতে হবে, যেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ রাস্তাসহ সবধরনের সুবিধা রয়েছে। পাশাপাশি নদীর পার দখল মুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একদিকে পার অবৈধ দখল মুক্ত করা, অন্যদিকে কচুরিপানা মুক্ত করে ড্রেজিং করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আরও বলেছেন, এ প্রকল্পের সব ডকুমেন্ট বাংলায় তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। ডিজিটাল ভূমি জোনিংয়ের সময় বাংলায় সব তথ্য নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

টপ নিউজ নির্দেশ প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা শেখ হাসিনা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর