Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিপ্লব হয়েছে: শিক্ষামন্ত্রী


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৩

ডা. দীপু মনি, ফাইল ছবি

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধু যে উন্নয়ন কার্যক্রমের সূচনা করেছিলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সে কার্যক্রমের পূর্ণতা দিয়েছেন বলে মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়নের বিপ্লব করেছেন। গত ১০ বছরের মধ্যে বাংলাদেশকে নিয়ে গেছেন উন্নত দেশগুলোর কাতারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৫২ ভাষায় অনূদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক ১৬টি কাব্যসংকলনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা সমুদ্র আইন করে গিয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা সমুদ্র বিজয় করেছেন। বঙ্গবন্ধু স্থলসীমা আইন করে গিয়েছিলেন। তারই কন্যা ছিটমহল বিনিময় সম্পন্ন করেছেন। বঙ্গবন্ধু বেতবুনিয়া ভূউপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন। বঙ্গবন্ধু পদ্মাসেতুর স্বপ্ন দেখেছিলেন, শেখ হাসিনা পদ্মাসেতুকে বাস্তবে রূপ দিয়েছেন।

সাবেক সংস্কৃতি সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের ড. আবুল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপনে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজাসহ অন্যরা।

বিজ্ঞাপন

জাতির জনকের জন্মশতবার্ষিকীর আয়োজন মুজিববর্ষ উদযাপনের ধারাবাহিকতায় মুজিবকন্যাকে নিবেদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ শীর্ষক ১৬টি কাব্যসংকলন প্রকাশিত হয়েছে ৫২ ভাষায়। গ্রন্থগুলো সম্পাদনা করেছেন অনুবাদক কবি আনিস মুহম্মদ। বইগুলোর প্রকাশক গৌরব প্রকাশন। কাব্য সংকলনগুলোতে কবি শামসুর রাহমান, কবীর চৌধুরী, সৈয়দ শামসুল হক, কবি রফিক আজাদ, কবি কামাল আবদুল নাসের চৌধুরীসহ দেশবরেণ্য ৮১ জন কবির কবিতা রয়েছে।

৫২ ভাষায় অনুবাদ উন্নয়নের বিপ্লব কাব্যগ্রন্থ প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর