Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:২৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও একবছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি বাদল দেব নাথ।

বিজ্ঞাপন

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী জসিম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত বাদল দেবনাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনধ দেব নাথের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেবনাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত বাদল দেবনাথকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ শুনানি ও ছয় জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আসামি বাদল দেবনাথ দোষী প্রামাণিত হওয়ায় আজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রীকে হত্যা স্বামীর যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর