Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিকত্ব ফিরিয়ে দেয়াই রোহিঙ্গা সংকটের সমাধান: ব্রিটেন


৩০ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব ফিরিয়ে দেয়াই এই সংকটের সমাধান। এ জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় কর্মরত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব টক এ এমন মন্তব্য করেন।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘মিয়ানমার সরকার এবং দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরসার সঙ্গে এখনো রাখাইনে সংঘর্ষ চলছে। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়নি। সেখানে এখনো প্রচুর সহিংস ঘটনা ঘটছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন জরুরি। ওই সুপারিশ বাস্তবায়ন হলেই রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠী ফিরে যাওয়ার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। স্বেচ্ছায় এবং নিরাপদে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পেছনে রয়েছে এই জনগোষ্ঠীর পূর্ণ নাগরিকত্ব মর্যাদা ফিরিয়ে দেওয়া।’

বিজ্ঞাপন

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গত সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছি। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে আবারও ধন্যবাদ। ব্রিটেন রোহিঙ্গা সংকট সমাধানে সব সময় বাংলাদেশকে সমর্থন করে যাবে।’

নাগরিক ব্রিটেন রোহিঙ্গা সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর