Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবরি মসজিদ রায়: সবাই বেকসুর খালাস


৩০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৫

ভারতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে বেকসুর খালাস পেয়েছেন লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর যোশি ও উমা ভারতীসহ ৩২ জন অভিযুক্ত। এর মাধ্যমে এ মামলার প্রত্যেক অভিযুক্তই বেকসুর খালাস পেলেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর  গুঁড়িয়ে দেওয়া হয়েছিলো অযোধ্যার বাবরি মসজিদ। তখন বিজেপির নেতারা ঘটনাস্থলে উপস্থিত থেকে বাবরি মসজিদ ধ্বংসে উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ উঠে। তবে বুধবার বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রত্যেক অভিযুক্তকে অব্যহতি দেন।

বিজ্ঞাপন

লখনৌয়ে অবস্থিতি সিবিআই-এর বিশেষ আদালত এ রায় দেন।  ২ হাজার ৩০০ পৃষ্ঠার রায়ে বিচারক সুরেন্দ্রকুমার যাদব বলেন, “ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল না। মসজিদ ভাঙার ঘটনায় অভিযুক্তদের কারো হাত ছিলো না, উন্মত্ত জনতাই এ কাণ্ড ঘটিয়েছেন”।

১৯৯২ সালে বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। যার ফলে পুরো ভারত জুড়েই দাঙ্গা ছড়িয়ে পড়ে। ঘটনার ২৮ বছর পর ৯২ বছর বয়েসি আদবাণী ও ৮৭ বছর বয়েসি মুরলী মনোহর যোশির মতো বিজেপির বর্ষিয়ান নেতারা এ মামলা থেকে অব্যাহতি পেলেন।

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর