Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিবনগরের স্বাধীনতা সড়ক উন্মুক্ত করতে ভারতের প্রতি অনুরোধ’


৩০ সেপ্টেম্বর ২০২০ ১৮:১১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫১

ঢাকা: মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় দুই কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য ভারতের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন।

কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ করেন পররাষ্টমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এতে দুদেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।

টপ নিউজ বাংলাদেশ ভারত মুজিবনগর সড়ক

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর