Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণ: ২ কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা


৩০ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৩

চট্টগ্রাম ব্যুরো: অনুমোদন ছাড়া ডাইয়িং কার্যক্রম পরিচালনা এবং অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ডিটি রোডের মেসার্স সাইফা অ্যাকসেসরিজ ও উত্তর কাট্টলীর জিনভে ইলাস্টিক (বিডি) লিমিটেড।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে সাইফা এক্সেসরিজকে এক লাখ টাকা ও জিনভে ইলাস্টিককে ৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নুরুল্লাহ নুরী সারাবাংলাকে বলেন, ‘সাইফা অ্যাকসেসরিজের শুধু সূতা পেঁচানোর অনুমোদন আছে। কিন্তু তারা সূতা রঙও করছিল। এ সংক্রান্ত কোনো পরিবেশ ছাড়পত্র তাদের নেই। ডাইয়িং করতে গিয়ে সম্প্রতি কারখানাটিকে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর আমাদের টিম কারখানা পরিদর্শন করে। আজ (বুধবার) শুনানি শেষে তাদের জরিমানা করা হয়েছে।’

জিনভে ইলাস্টিকের বিষয়ে তিনি বলেন, ‘কারখানাটিতে উৎপাদন চালু আছে। কিন্তু তরল বর্জ্য পরিশোধনাগার চালু নেই। কারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি নালা হয়ে বিভিন্ন খালে গিয়ে পড়ছে। ১৬ সেপ্টেম্বর আমাদের টিম পরিদর্শন করে এর সত্যতা পেয়েছে। ২৮ সেপ্টেম্বর কারখানা প্রতিনিধির উপস্থিতিতে শুনানি হয়েছে। আজ (বুধবার) তাদের জরিমানা করা হয়েছে।’

২ কারখানা অপরিশোধিত বর্জ্য জরিমানা জিনভে ইলাস্টিক (বিডি) পরিবেশ অধিদফতর পরিবেশ দূষণ মেসার্স সাইফা অ্যাকসেসরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর