Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার ৮ মামলার শুনানি পেছাল


১২ মার্চ ২০১৮ ১৪:৩৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার আট মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ১০ এপ্রিল ঠিক করেছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

মামলাগুলোর অভিযোগ শুনানির জন্য সোমবার (১২ মার্চ) দিন ঠিক ছিল। তবে খালেদা জিয়ার পক্ষে সবগুলো মামলা হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে, শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ১০ এপ্রিল শুনানির জন্য দিন ঠিক করেন।

খালেদা জিয়ার আরেক আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ এসব তথ্য জানান।

২০১৫ সালে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

২০১৬ সালে বিভিন্ন সময়ে মামলাগুলোয় চার্জশিট দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।

সারাবাংলা/এআই/আইএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর