Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত


১ অক্টোবর ২০২০ ১৪:২৫ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ছুটি ফের বাড়লো। এবার ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় ছুটি বাড়ানোর কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিন তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো প্রসঙ্গে বলেন, ‘এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

বিজ্ঞাপন

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে আরেক দফা ছুটি বাড়ানোয় এইচএসসিসহ সবধরনের পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের উত্তীর্ণ করার যে কথা উঠেছিল তা শেষ পর্যন্ত কার্যকর করা নিয়ে শঙ্কা তৈরি হলো।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়া পরে গত ১৭ মার্চ থেকে সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

৩১ অক্টোবর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর