Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের মধুপূর্ণিমা উদযাপন


১ অক্টোবর ২০২০ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বৈশ্বিক মহামারি করোনার কারনে সীমিত অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীরা উদযাপন করছে শুভ মধুপূর্ণিমা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মধুপূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), পূজা ও সমবেত প্রার্থনার।

এসময় বৌদ্ধ ধর্মালম্বী দায়ক-দায়িকা বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে।

মহামারি করোনার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবারে সংক্ষিপ্ত আকারে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ মধুপূর্ণিমা উদযাপন করছে। বিকেলে ফানুস উড়িয়ে ও মঙ্গল প্রদীপ ও হাজার প্রদীপ প্রজ্জলন এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে এই শুভ মধুপূর্ণিমার সমাপ্তি হয়।

বিজ্ঞাপন

বান্দরবান বৌদ্ধ ধর্মালম্বী মধুপূর্ণিমা