Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্ত


১ অক্টোবর ২০২০ ১৮:১৮ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের শিকার হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। আগের দিন ৩২ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। একই সময়ে নমুনা পরীক্ষা প্রায় ২ হাজার কমলেও শনাক্ত বেড়েছে ৭২ জন। তবে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা গত ২৪ ঘণ্টায় কমেছে।

সবশেষ তথ্য বলছে, দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ২৭২ জন, সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন। বাকিদের কেউ কেউ বাসায়, কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে আগের দিনের মতোই মোট ১০৮টি ল্যাবে। এসব ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৪১০টি, যা আগের দিন ছিল ১২ হাজার ১৫৫টি। আগের দিন মোট ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪২০টি। অর্থাৎ আগের দিনের তুলনায় ১ হাজার ৯৮৪টি নমুনা কম পরীক্ষা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হলো মোট ১৯ লাখ ৫৯ হাজার ৭৫টি।

এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে ১০ দশমিক ৭১ শতাংশ হারে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৩৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমলেও শনাক্ত বেড়েছে ৭২ জন। এদিন মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন। এদিনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও অনেকটা বেড়েছে— ১৩ দশমিক ২০ শতাংশ।

এ নিয়ে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১ হাজার ৭৮৯ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৯১ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার খানিকটা বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৯১ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যে ২১ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তারাসহ মোট ৫ হাজার ২৭২ জন মারা গেলেন করোনায়। করোনা সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশে স্থির রয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৬ জন, বাকি পাঁচ জন নারী। এদের মধ্যে ১৮ জন হাসপাতালে মারা গেছেন, তিন জন বাড়িতে। এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করা মোট মানুষের মধ্যে ৪ হাজার ৭৯ জনই পুরুষ, এক হাজার ১৯৩ জন নারী। শতাংশের হারে মৃতদের মধ্যে পুরুষ ৭৭ দশমিক ৩৮ শতাংশ, নারী ২২ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ছয় জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী ছিলেন একজন। এই ২১ জনের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের। বাকিদের মধ্যে রাজশাহী বিভাগের পাঁচ জন, চট্টগ্রাম বিভাগের তিন জন ও রংপুর বিভাগের দুই জন রয়েছেন।

করোনা সংক্রমণ করোনা সংক্রমণ থেকে সুস্থ করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯ মৃত্যুর হার সুস্থতার হার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর