Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রমিক ছাঁটাই ও চিনিকল বন্ধের পরিকল্পনা নেই শিল্প মন্ত্রণালয়ের’


১ অক্টোবর ২০২০ ২১:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শ্রমিক ছাঁটাই ও চিনিকল বন্ধের পরিকল্পনা নেই। ঠাকুরগাঁও সুগারমিলকে আরও আধুনিকায়ন করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘চিনিকলগুলো লাভজনক করতে ইক্ষু গবেষণা জোরদারের মাধ্যমে উন্নত জাতের আখ উৎপাদনের পাশাপাশি চিনিকলে পণ্য বৈচিত্রকরণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে। মিলটির সাথে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। কিভাবে মিলটিকে আরো অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে।’

উন্নত বিশ্বকে অনুসরণ করে চিনি শিল্পকে নতুন করে সাজানো হচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আরও বলেন, ‘শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা, আখচাষিসহ মিল সংশ্লিষ্ট সবার সারা বছরের আয়ের ব্যবস্থা করার জন্য বিনিয়োগের মাধ্যমে কিভাবে লাভজনক করা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

পরে মন্ত্রী সুগারমিল কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সুগারমিল শিল্পমন্ত্রী শ্রমিক ছাঁটাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর