Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহবুবে আলমের মৃত্যু বিচারাঙ্গনে অপূরণীয় ক্ষতি: প্রধান বিচারপতি


১ অক্টোবর ২০২০ ২১:১৭ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ২১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সদ্যপ্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুকে দেশের বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি বলেন, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মৃত্যু অনেক কষ্টের। তার মৃত্যুতে আইন ও বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাদ আসর রাজধানীর বেইলি রোডে অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে আয়োজিত কুলখানি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তার নম্রতা-ভদ্রতা ছিল সবার জন্য অনুকরণীয়। কখনো তিনি মেজাজ খারাপ করেননি।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে বিভিন্ন মামলার শুনানিতে তিনি সরকারকে ডিফেন্ড (রক্ষা) করতেন। কাউকে ছাড় দিতেন না। সংবিধান সংক্রান্ত বিভিন্ন মামলায় মাহবুবে আলমের যুক্তিতর্ক তাকে অমরত্ব দেবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তিনি সাদামাটা ভালো মানুষ ছিলেন। সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন। তার ছিল ধৈর্য ও পেশাদারিত্ব। মামলা শেষে আদালত থেকে বের হয়ে হাত ধরে সুন্দর করে কথা বলতেন।

কুলখানিতে বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি শেখ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন, তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ সরকারি আইন কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

মাহবুবে আলমের সম্মানে আজ কোর্ট বসবে না

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী কুলখানি টপ নিউজ প্রধান বিচারপতি মাহবুবে আলম শ ম রেজাউল করিম শেখ ফজলে নূর তাপস সৈয়দ মাহমুদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর