Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করতে বলায় প্রেমিকাকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২


১ অক্টোবর ২০২০ ২২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের চর করমুল্যা গ্রামের একটি ডোবা থেকে বস্তাবন্দি গলা কাটা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর ২৪ ঘণ্টার মধ্যে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে দুই হত্যাকারীকে গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ।

নিহত ওই নারী শাহানা (২৫) চাঁদপুর জেলার পুরান বাজার গ্রামের শাহ আলমের মেয়ে। গ্রেফতারকৃতরা হলো- বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ গ্রামের বাগারি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত (২৬) ও একই এলাকার চৌকিদার বাড়ির মো. আব্দুল মালেকের ছেলে মো. রাসেল (২৪)।

পুলিশ অভিযুক্ত দুই আসামিকে বিচারিক আদালতে হাজির করলে, গ্রেফতারকৃত আসামিরা নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর উদ্দিন বলেন, ‘নিহত শাহানার সাথে মোবাইল ফোনে ইয়াছিন আরাফাতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে কয়েকবার শাহানা প্রেমিক ইয়াছিন আরাফাতের উদ্দেশে চাঁদপুর থেকে নোয়াখালীতে যায়। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সে নোয়াখালী গিয়েছিল। একপর্যায়ে শাহানা তাকে বিয়ে করতে ইয়াছিন আরাফাতকে চাপ দেয়। বিয়ে করার কথা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ইয়াছিন আরাফাত ও তার সহযোগী মো. রাসেল কৌশলে শাহানাকে নোয়ান্নই ইউনিয়নের খন্দকার স’মিলের পিছনের একটি তিন তলা পরিত্যক্ত ভবনে নিয়ে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে বস্তায় ঢুকিয়ে লাশ নোয়ান্নই ইউনিয়নের চর করমুল্যা গ্রামের একটি ডোবার মধ্যে ফেলে আসে।’

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার শেষে ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ দুই আসামিকে গ্রেফতার করে রহস্য উদঘাটন করে।

উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার দুপুর ১টায় পুলিশ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর করমুল্যা গ্রামের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় ওই তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছিল।

কেন্দুরবাগ এলাকা দুই হত্যাকারী নারীর লাশ বেগমগঞ্জ উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর