খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে খানির মাসব্যাপী প্রচারাভিযান
২ অক্টোবর ২০২০ ২০:১৪
সব নাগরিকের জন্য পুষ্টিকর খাদ্য, খাদ্য কেনার জন্য পর্যাপ্ত আয় ও চাহিদা অনুযায়ী খাদ্যের যোগান নিশ্চিত করা এবং খাদ্য ও পুষ্টি অধিকার আইন প্রণয়নের দাবিতে অক্টোবর মাসজুড়ে দেশব্যাপী প্রচারাভিযান করছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ।
প্রতি বছর খাদ্য ও পুষ্টি অধিকার আইন প্রণয়নের দাবিতে গ্রামীণ নারী দিবস, বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক দারিদ্র নিরসন দিবসকে সামনে রেখে প্রচারাভিযানের আয়োজন করে খানি। সেই ধারাবাহিকতায় এ বছরও ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত, ‘Bangladesh Month of Action- Right to Food’ স্লোগানকে সামনে রেখে নানান কর্মসূচি পালন করছে সংস্থটি।
এসব প্রচারাভিযানের অংশ হিসেবে দেশের ৩০টি জেলায় জমায়েত, গণশুনানি, নারী-কৃষকদের সম্মাননা প্রদান, দুর্যোগকালীন খাদ্য প্রযুক্তি প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী ও অনলাইন আলোচনার আয়োজন করবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৫(ক) অনুচ্ছেদে, খাদ্যকে জীবনধারণের মৌলিক প্রয়োজন হিসাবে চিহ্নিত করা হয়েছে। তারপরও ২০১৯ সালের বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে পৃথিবীর ১১৩ টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৩তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, করোনা মহামারির লকডাউন সময়ে দেশের প্রায় ৯৮.৩ শতাংশ দরিদ্র মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৮৭ শতাংশ দরিদ্র মানুষ পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সংকটে ভুগেছে বলেও জানায় সংগঠনটি।
উল্লেখ্য, খানি’র আয়োজিত এই মাসব্যাপী প্রচারাভিযানে খাদ্য ও পুষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতি, নিউজ ক্লিপিংস, মানবাধিকার কর্মীদের মতামত, খাদ্যের সংকট পোহানো মানুষের গল্প, ইনফোগ্রাফ ইত্যাদি বিষয়ক অনলাইন প্রচারণা প্রকাশিত হবে।
খানি’র ফেসবুক (https://www.facebook.com/events/654326658546743) পেজের মাধ্যমে প্রচারাভিযান সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খাদ্যের যোগান খানি দেশব্যাপী প্রচারাভিযান পুষ্টি অধিকার আইন