শিশুকন্যা খুনের দায়ে ৬ মাস পর মা ও সৎ বাবা গ্রেফতার
২ অক্টোবর ২০২০ ২১:০৩
ময়মনসিংহ: সৎ বাবা হত্যা করেছে জান্নাতুল নামে ২ বছরের এক শিশু কন্যাকে। গত ১৮ মার্চ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কোণাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার ৬ মাস পর এ রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (১ অক্টোবর) ওই শিশুর সৎ বাবা ও মাকে টঙ্গী থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ পিবিআই।
ময়মনসিংহ পিবিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জান্নাতুল পেটে থাকতেই তার বাবা মারা যায়। কিছুদিন পরেই জান্নাতুলের মা আকলিমা খাতুন বিয়ে করে গৌরীপুরের কোণাবাড়ি গ্রামের বাবুল মিয়াকে। স্বামী- স্ত্রী দু’জনেই রাস্তার শ্রমিক হিসেবে কাজ করেন। গত ১৮ মার্চ বাবুল স্থানীয় বাজার থেকে ফিরে নোংরা অবস্থায় শিশু জান্নাতুলকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন চড়-থাপ্পড় মেরে বারান্দা থেকে শিশুটিকে আছাড় মেরে উঠানে ফেলে দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করে।
পরে তারা পুলিশি ঝামেলা এড়াতে লাশ নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে রাতে গৌরীপুর রেললাইনের পাশে ফেলে রেখে গাজীপুরের টঙ্গী চলে যায় এই দম্পতি। থানা পুলিশ ময়নাতদন্ত শেষে অজ্ঞাতনামা হিসেবে লাশ দাফন করে এবং এসআই উজ্জ্বল বাদী হয়ে গৌরীপুর থানায় গত ১৭ আগস্ট মামলা করে। মামলাটি ময়মনসিংহ পিবিআই গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কাশেম টঙ্গীর পূর্ব খানার আরিচপুর এলাকা থেকে বাবুল মিয়া ও তার স্ত্রী আকলিমাকে গ্রেফতার করে। তারা জান্নতুল ফেরদৌসকে হত্যায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কাশেম জানান, মেয়ের সৎ বাবা জান্নাতুলকে সহ্য করতে পারত না। তাই তাকে মেরে ফেলেছিলো।