Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


১২ মার্চ ২০১৮ ১৫:১০

সিনিয়র করেসপন্ডেন্ট

রংপুর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুরের মাহিগঞ্জ সাতমাথায় নিজ বাড়িতে মারা যান তিনি।

শাহ আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রধানমন্ত্রীর শোক

আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনবার নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক সংগঠক, সৎ ও নির্লোভ ভাষাসৈনিককে হারালো।

প্রধানমন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ্ আব্দুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/আইএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর