Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইক্লিং শুরু


১২ মার্চ ২০১৮ ১৭:০৯

সারাবাংলা ডেস্ক

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো যৌথ সাইক্লিং অভিযান শুরু হয়েছে।

সোমবার যশোর সেনানিবাসে যৌথ সাইক্লিং অভিযানের উদ্বোধন করেন, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইক্লিং অভিযানে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ১৮ সদস্যের দল গত ১০ মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আগামী ২৬ মার্চ পর্যন্ত দুই সপ্তাহব্যাপী প্রায় ১ হাজার দুই শ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ও ভারতে মুক্তিযুদ্ধের নিদর্শন বহনকারী স্থাপনা ও বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

এই অভিযানের মধ্যদিয়ে দুদেশের সেনাবাহিনীর সম্পর্ক বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযানে অংশগ্রহণের ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে জানায় আইএসপিআর। আগামী ২৬ মার্চ রংপুর সেনানিবাসে এই অভিযানের সমাপ্তি হবে।

সারাবাংলা/আইএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর