Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের নির্বাচনি প্রচারণা সাময়িক স্থগিত


৩ অক্টোবর ২০২০ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনি প্রচার থেকে দূরে থাকতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে। তাই সাময়িকভাবে নির্বাচনি প্রচারণা স্থগিত করেছেন ট্রাম্প।

ইতোমধ্যে গত ২ অক্টোবর শুক্রবারের ফ্লোরিডার নির্বাচনি প্রচারসহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত করতে হয়েছে তাকে।

আগামী ১৫ অক্টোবর ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে টেলিভিশনে নির্বাচনি বিতর্ক রয়েছে। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেই বিতর্কও বাতিল বা মূলতবি হতে পারে। এরপর ২২ অক্টোবর তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন। সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিট আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

বিজ্ঞাপন

শুক্রবার এক টুইট বার্তায় মেলানিয়া ট্রাম্প বলেন, করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আমরা এখনো ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমার যেসব কাজ করার কথা ছিল, সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করব।

হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি এখন ভালো আছেন। তারা হোয়াইট হাউসে নিজের বাসগৃহে কোয়ারেন্টাইনে আছেন।

করোনা ট্রাম্প নির্বাচন পজিটিভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর