Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে বাবা মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়ের মৃত্যু


৩ অক্টোবর ২০২০ ১৯:২১

নড়াইল: মা-বাবাকে বাঁচাতে গিয়ে নড়াইলে আঁখি খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার কলাগাছি গ্রামে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, কলাগাছি গ্রামের পলাশ ফকির (৪৫) তার বাড়ির গেট থেকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী মিনা বেগমও (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা-মায়ের এ অবস্থা দেখে মেয়ে আঁখি খাতুন তাদের উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে প্রতিবেশিরা তাদের তিন জনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মেয়ে আঁখি খাতুনকে মৃত ঘোষণা করে। আহত বাবা-মাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কলাগাছি গ্রাম কালিয়া বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মা-বাবা