লিবিয়ায় বাংলাদেশি হত্যা: আসামি ধরতে ইন্টারপোলের রেড নোটিশ শিগগির
৪ অক্টোবর ২০২০ ১৫:৫১
ঢাকা: লিবিয়ার মিজদা শহরে মানবপাচারের শিকার আহত নয়জনকে বাংলাদেশে ফিরেয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেফতারেরর জন্য শিগগিরই ইন্টারপোলের সহয়তায় রেড নোটিশ জারি করবে সিআইডি।
রোববার (৪ অক্টোবর) দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহ হেল বাকী এসব তথ্য জানান।
আবদুল্লাহ হেল বাকী বলেন, ‘লিবিয়ায় ১২ জন ভিকটিমের মধ্যে নয়জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি তিনজনকে আনা সম্ভব হয়নি। যাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে তারা হলেন- ফিরোজ বেপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তারিকুল ইসলাম, বকুল হোসেন, মোহাম্মদ আলী, সোহাগ আহমেদ ও সাইদুল ইসলাম। এছাড়া যাদের আনা সম্ভব হয়নি তারা হলেন- বাপ্পী দত্ত, সম্রাট খালাসী ও সাজিদ।’
সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, ‘চলতি বছরের গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের হাতে বর্বরোচিত হত্যাকণ্ডে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় মোট ২৬টি মামলা করা হয়। যার মধ্যে সিআইডি ১৫টি মামলার তদন্ত করছে। এরই মধ্যে ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।’
সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘মামলার তদন্তকালে অনেক আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেফতারের জন্য অচিরেই ইন্টারপোলের সহয়তায় রেড নোটিশ জারি করা হবে।’
এর আগে বর্বরোচিত ঘটনার পর সিআইডি আহত ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে। এ পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ ও লিবিয়ার যৌথ উদ্যোগে বোরাক এয়ারের বিশেষ ফ্লাই ভিজেড-২১৮ যোগে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নয় ভিকটিম।
আবদুল্লাহ হেল বাকী বলেন, ‘সিআইডির মানবপাচার ইউনিট লিবিয়া থেকে আসা নয় ভিকটিমকে সিআইডির সদর দফতরে নিয়ে আসে। মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থলের বর্ণনা, সার্বিক বিবরণ ও প্রাসঙ্গিক সাক্ষ্যের জন্য ভিকটিমদের বক্তব্য নেওয়া হয়। ঘটনায় অচিরেই ভিকটিমদের আদালতে জবানবন্দি নেওয়ার জন্য উপস্থাপন করা হবে।’
এ ঘটনায় সিআইডি বাদি হয়ে রাজধানীর পল্টন ও বনানী থানায় তিনটি মামলা করে। সিআইডির তদন্তাধীন ১৫ টি মামলায় এখন পর্যন্ত ৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে বিদেশে অবস্থারনত ৮/১০ জন আসামিকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে।’