Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউক কর্মচারী মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা


৪ অক্টোবর ২০২০ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজউকের কর্মচারী মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে প্রায় ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় সহকারী পরিচালক নারগিস সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোহাম্মদ মহিউদ্দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডাটা এন্ট্রি অপারেটর। তিনি অসাধু উপায়ে নিজ ও স্ত্রী মাহবুব আরার নামে ১০ লাখ ৪২ হাজার ৭৩৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করেছেন, যা অন্যায়।

এছাড়া রাজউক কর্মচারী তার নিজ নামে ও তার ওপর নির্ভরশীল স্ত্রী মাহবুব আরার নামে অবৈধভাবে আয় করা ৭১ লাখ ৭৪ হাজার ৯১৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। আর এই টাকার কোনো উৎস দেখাতে পারেনি। একই সাথে তার স্ত্রী মাহবুব আরার নামে স্থাবর-অস্থাবর সম্পদে রূপান্তর করে মানিলন্ডারিং অপরাধ করেছেন। যার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

দুদক দুর্নীতি দমন কমিশন রাজউকের কর্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর