ফারমার্স ব্যাংকের সাড়ে ২৯ কোটি টাকা আত্মসাতে দুদকের চার্জশিট
৪ অক্টোবর ২০২০ ১৭:৫৪
ঢাকা: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার বেশি টাকা তুলে আত্মসাতের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো সামসুল আলম আদালতে এই চার্জশিট দাখিল করেন।
যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে তারা হলেন- এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (মেসার্স লায়লা বনস্পতি প্রোডাক্টস লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দীন আলম ও স্ত্রী মিসেস ইয়াসমিন আলম, সাবেক ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও (ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও) চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক ফারমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও এ কে এম শামীম, সাবেক ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী এবং তার ছেলে রাশেদুল হক চিশতী।
দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পরের যোগসাজসে ব্যাংকটি থেকে ঋণের নামে ২৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮২০ টাকা তুলে আত্মসাত করেছেন। এ পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন ২০১৮ সালের ২৮ অক্টোবর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম।