Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালেপের বিদায়, শেষ আটে নাদাল


৪ অক্টোবর ২০২০ ২০:২৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরাসি ওপেনে নারী একাকের চতুর্থ রাউন্ডে সিমোনা হালেপের সামনে ছিলেন ইগা শিয়াওতেকের। হালেপ বর্তমানে নারী এককে শীর্ষ বাছাই, অন্যদিকে শিয়াওতেক র‍্যাংকিংয়ের ৫৪ নম্বরে। কেউ কি ভেবেছিলেন ৫৪ নম্বরে থাকা ১৯ বছর বয়সী শিয়াওতেকের বিপক্ষে হারতে হবে হালেপকে? অভাবনীয় বিষয়টিই ঘটেছে আজ।

প্যারিসে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের লড়াইয়ে মাত্র ৬৮ মিনিটেই হালেপকে স্রেফ উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন শিয়াওতেক। পোল্যান্ডের এই টিনএজার ম্যাচ জিতেছেন ৬-১, ৬-২ গেমে। এই কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন গত বছর হালেপের কাছে ৬-১, ৬-০ গেমে বিধ্বস্ত হওয়া শিয়াওতেক।

বিজ্ঞাপন

এতো বড় সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দে ভেসে যাচ্ছেন। ম্যাচ শেষে অবেগে কেঁদেই ফেললেন শিয়াওতেক। বলছিলেন, ‘ আমার তখন (২০১৯ সালে হালের বিপক্ষে ম্যাচে) একেবারেই অভিজ্ঞতা ছিল না। কোনো বড় স্টেডিয়ামে সেটাই ছিল আমার প্রথম ম্যাচ। এরপর থেকে আমি অনেক উন্নতি করেছি এবং বেশ কিছু বড় ম্যাচ খেলেছি।’

কোয়ার্টারে ইতালির মার্টিনা ত্রেভিসনের মুখোমুখি হবেন ১৯ বছর বয়সী পোলিশ সুন্দরী।

এদিকে, পুরুষ এককে যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান কোর্ডাকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সবচেয়ে বেশি ফরাসি ওপেন জয়ী তারকা রাফায়েল নাদাল। প্যারিসে ৬-১, ৬-১, ৬-২ গেমে জিতেছেন নাদাল। শেষ আটে ইতালির জানিক সিনার ও জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের মধ্যে বিজয়ীর বিপক্ষে লড়বেন স্প্যানিশ তারকা।

বিজ্ঞাপন

আরো