৫ আসামির জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল
৪ অক্টোবর ২০২০ ২২:১৮
ঢাকা: মুন্সীগঞ্জের সিরাজদীখানের গৌরিপুরা গ্রামের মন্দিরের পাশে রান্না ঘরে আগুনের ঘটনায় বিচারিক আদালতের দেওয়া পাচঁ আসামির জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৪ অক্টোবর) বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী দুলাল মল্লিক।
পরে আইনজীবী দুলাল মল্লিক সাংবাদিকদের বলেন, ‘পাচঁ আসামির জামিন বাতিলে আদালত রুল জারি করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলে জবাব দিতে বলা হয়েছে।’
জামিন পাওয়া পাচঁ আসামি হলো- মো. সিদ্দিক মোল্লা, মো. বিপ্লব মোল্লা, মো. শহীদুল ইসলাম, মো. সোবহান মাঝি ও অঙ্কন মাঝি।
মামলার বিবরণ তুলে ধরে আইনজীবী দুলাল মল্লিক বলেন, ‘মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গৌরিপুরা এলাকার বাসিন্দা মিঠুন পাংগুলির বাড়িতে মন্দিরের পাশে রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন মিঠুন পাংগুলি। ওই মামলায় এই পাঁচ আসামিকে গ্রেফতার করে রিমাণ্ড দাবি করলে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের দুদিনের জন্য জেল গেটে বিজ্ঞাবাসাদের নির্দেশ দেন। সেইসঙ্গে তিনদিনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে গত ১ সেপ্টেম্বর আদেশ দেন। পরের দিন এ আদেশের বিরুদ্ধে সিনিয়র দায়রা জজ আদালতে আসামিরা আবেদন করলে আদালত তাদের জামিন দেন।’
এ জামিনাদেশের বিরুদ্ধে বাদী হাইকোর্টে ক্রিমিনাল রিভিশন দায়ের করে। আদালত রোববার আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন।