Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজির মামলায় ইউনিয়ন আ.লীগের সভাপতি আটক


৫ অক্টোবর ২০২০ ১০:০৮

হিলি (দিনাজপুর): চাঁদাবাজির মামলায় ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈনুল মাস্টারকে হিলি থেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারমাথা মোড় এলাকা থেকে হাকিমপুর থানা পুলিশ তাকে আটক করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঈনুল মাস্টারের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে। আটকের পর ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ঘোড়াঘাট থানা ওসি আজিম উদ্দিন জানান, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে মাদরাসায় কাজ করার সময় মঈনুল মাস্টার ও তার লোকজন কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। মাদরাসার লোকজন গত ১ তারিখে মঈনুল মাস্টারের নামে দুই লাখ টাকা চাঁদা দাবির মামলা করে থানায়। ওই মামলায় তাকে আজ আটক করা হয়েছে।

মঈনুল মাস্টারের বিরুদ্ধে আরও অনেক অভিযোগই রয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাসায় ঢুকে হামলার ঘটনায় জড়িত সন্দেহেও আটক করা হয়েছিল তাকে। পরে অবশ্য ওই ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

ফাইল ছবি

আটক ইউনিয়ন আওয়ামী লীগ চাঁদাবাজি মঈনুল মাস্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর