Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন খুরশীদ আলম


৬ অক্টোবর ২০২০ ০২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ঋণ ব্যবস্থাপনা বিভাগের (ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর এক নির্দেশে মো. খুরশীদ আলমকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে সিলেট অফিসে বহাল করা হয়েছে।

মো. খুরশীদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পরে ব্যবসায় প্রশাসনেও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক খুরশীদ আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুরশীদ আলম ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষি ঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নির্বাহী পরিচালক পদোন্নতি বাংলাদেশ ব্যাংক মো. খুরশীদ আলম