Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা


৬ অক্টোবর ২০২০ ০৩:১২ | আপডেট: ৬ অক্টোবর ২০২০ ০৩:৪৩

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় জালাল উদ্দিন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজস্থলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওরফে রিপন রাজস্থলী বাজারপাড়া এলাকার মৃত আইনুল হকের ছেলে। তিনি পেশায় খুচরা মাছ বিক্রেতা ছিলেন। বিভিন্ন এলাকা থেকে মাছ এনে বাজারে বিক্রি করতেন।

বিজ্ঞাপন

রঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ ও রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মদ জানিয়েছেন, সোমবার দুপুরের দিকে রাজস্থলী বাজারের একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় জালালের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলি করে হত্যা দুর্বৃত্ত মাছ ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর