Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে শিশু ধর্ষণ, গ্রেফতার ১


৫ অক্টোবর ২০২০ ০৯:৫৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২০ ০৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের হাজীপাড়া এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন জয়পুরহাট পৌর এলাকার হাজীপাড়া মহল্লার যমুনা সিং এর ছেলে।

রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে রাতে  পুলিশ ফারুক হোসেনকে গ্রেফতার করে।

মামলার অভিযোগের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, রোববার দুপুরে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ফারুক তার বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের শিকার হলে তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় ফারুক পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নানী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার ধর্ষণ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর