৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, রিকশাচালক গ্রেফতার
৬ অক্টোবর ২০২০ ০৪:০২
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে রায়পুর উপজেলার একটি গ্রাম থেকে বিল্লাল হোসেনকে করে। বিল্লাল হোসেন রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের বৈরাগী বাড়ি মৃত মুসলিম মিয়ার ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
এর আগে, রোববার (৪ অক্টোবর) দুপুরে রিকশাচালক বিল্লাল মাসিমপুর গ্রামে তার বসতঘরে প্রতিবেশী শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে শিশুটিকে দীর্ঘ সময় ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এসময় বিল্লালের ঘর থেকে শিশুটির চিৎকার পাওয়া গেলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিয়ে মেয়েটিকে উদ্ধার করে। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে বিল্লাল পালিয়ে যায়।
শিশুটির মা জানান, স্থানীয় কয়েকজন মাতব্বর এসে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার কথা বলেন। তবে মীমাংসার কোনো উদ্যোগ না নিয়ে তারা সময় নষ্ট করেন। পরে তিনি রামগঞ্জ থানায় ছুটে যান। ওসিকে বিষয়টি জানালে তিনি মামলা করার জন্য পরামর্শ দেন। পরে রোববার দিবাগত রাত ১২টায় শিশুটির মা বাদী হয়ে বিল্লালকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পরপরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। বিশেষ করে সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্পীনা রানী প্রামানিকের সহযোগিতায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিল্লালের অবস্থান শনাক্ত করা হয়। পরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র দাস ও এসআই ইভা সাহা কয়েকজন পুলিশ নিয়ে বিল্লালকে গ্রেফতার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইভা সাহা জানান, তারা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন। গ্রেফতার বিল্লালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর জবানবন্দি নিয়ে তার মায়ের জিম্মায় পৌঁছে দেওয়া হয়।