Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে অন্য কেউ জিতলে আ.লীগ বরং খুশি হবে: আব্দুর রহমান


৬ অক্টোবর ২০২০ ০৯:৪৭

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, আমরা একটি সুশৃঙ্খল নির্বাচন করতে চাই। আমরা একটি নিরপেক্ষ নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে যদি অন্য কেউ নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বরং খুশি হবে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিব হাছানের পক্ষে উত্তরার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আব্দুর রহমান বলেন, ‘আমাদের সকল পর্যায়ে শক্তিশালী সংগঠনিক কাঠামো রয়েছে। এই নির্বাচনে নৌকার গণজোয়ারকে কোনো শক্তি রোধ করতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি নির্বাচন কমিশন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করবে এই ঢাকা-১৮ আসনে। ফলাফল যাই আসুক না কেন আমরা সেই ফলাফল মেনে নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকব। শেখ হাসিনার নেতৃত্বে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এই কমিশনের অধীনে অবাধ সুষ্ঠ নির্বাচন হবে। কিন্তু কোনো অজুহাতে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার পাঁয়তারা করা হয়, কোন অজুহাতে যদি এই নির্বাচনকে কোনোরকম বিতর্কিত করার চেষ্টা করা হয়, তাহলে ১২ বছর যাবৎ আপনারা ঘরে বসে আছেন- ইহকালে, ইহজনমেও আপনারা ঘর থেকে বের হতে পারবেন না। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেকটি ইউনিটে, ওয়ার্ডে প্রতিটি কেন্দ্র সুশৃঙ্খলাভাবে এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মাঠে নামবেন, মাঠে থাকবেন, এই নির্বাচনে আমরা যদি সম্মিলিতভাবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কাউন্সিলর মহিলা আওয়ামী লীগ সকলে মিলে যদি সুষ্ঠ সুন্দরভাবে করতে পারি ইনশাআল্লাহ ঢাকা-১৮ আসনের ফলাফল শেখ হাসিনাকে বিজয় উপহার দেব। প্রিয় নেত্রীর মুখ উজ্জ্বল করব।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্যে রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, ঢাকা-১৮ আসনের নৌকার প্রার্থী হাবিব হাছানসহ অন্যরা।

আওয়ামী লীগ আব্দুর রহমান নির্বাচিত সুশৃঙ্খল নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর