Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে বাংলাদেশ দূতাবাসের হটলাইন


১২ মার্চ ২০১৮ ১৬:৪১

সারাবাংলা ডেস্ক

নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক বিবৃতিতে বলেন, ‘আমাদের দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন। সুনির্দিষ্ট তথ্য পেতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে। কিছু তথ্য একজায়গায় করে আমার ধারণা বেশীর ভাগ যাত্রীই বেঁচে আছেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের দূতাবাস হট লাইন মো. আল আলামুল ইমাম, কনসুলার +৯৭৭৯৮১০১০০৪০১, অসিত বরণ সরকার +৯৭৭৯৮৬১৪৬৭৪২২ কিন্তু সুনির্দিষ্ট তথ্য দিতে তাদের অন্তত দুই ঘন্টা সময় লাগবে। কারও পরিচিত কোনো যাত্রী থাকলে সেই তথ্যগুলো দিয়ে রাখতে পারেন।’

এ ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে আরও তিনটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে নেপালে দুর্ঘটনায় হতাহতদের খোঁজ-খবর নেওয়ার জন্য। নাম্বার গুলো হচ্ছে- মো. মনিরুজ্জামান ০১৯১২০৬২৯৬৬, এম জে এইচ জাবেদ ০১৭৫৭৬৮২৪৮৯ এবং এম দেলোয়ার হোসেন ০১৫৫৩৩৪৪৫৮৮।

সারাবাংলা/ইএইচটি/এমআই

আরও পড়ুন:

কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত

নেপালে বাংলাদেশ দূতাবাসের হটলাইন 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর