Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে’


৬ অক্টোবর ২০২০ ২০:৩২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খন কামাল (ফাইল ছবি )

ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে নির্যাতনের ঘটনাকে চরম বর্বরতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জড়িত কোনো অপরাধী মুক্তি পাবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় দুজন বাদে সবাইকে ধরে ফেলেছে পুলিশ। এখানে কোনো ধরনের গাফলতি দেখায়নি তারা।’ প্রশাসন নিয়ে নানা মাধ্যমে প্রশ্ন ওঠায় তিনি বলেন, ‘এমন যদি হত আমরা চুপ করে বসে আছি, আমাদের নিরাপত্তা বাহিনীও চুপ করে আছে বা স্থানীয় প্রশাসনও কিছু করছে না- তাহলে বলতে পারতেন, আইনের শাসন নেই। এ ঘটনায় ডিসি, এসপি, ইউএনও সবাই কাজ করছেন।’

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এই ঘটনা এক মাস আগের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ পাবার পর তা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। যদিও প্রশাসন ব্যবস্থা নেওয়া শুরু করেছে।’

স্থানীয় প্রশাসন আগে কেন ব্যবস্থা নেয়নি?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা মেয়েরা প্রকাশ করতে চায় না। নোয়াখালীর ক্ষেত্রে সেরকম কিছু হয়েছে কি না জানি না। আমাদের নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আসাদুজ্জামান খাঁন কামাল নোয়াখালী বেগমগঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর