‘ঘরবন্দি থাকায় মানসিক স্বাস্থ্যে প্রভাব, বাড়ছে সহিংসতা’
৬ অক্টোবর ২০২০ ২১:৩২
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে মানুষকে দীর্ঘদিন ঘরবন্দি থাকতে হচ্ছে বলে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ কারণেই বিভিন্ন ধরনের সহিংসতা মারাত্মক আকার ধারণ করছে বলে উল্লেখ করেছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ইদানীং সমাজে বেশকিছু ভায়োলেন্স (সহিংসতা) দেখা যাচ্ছে। সেগুলোর একটা কারণ আছে। আমি মনে করি এবং বিশেষজ্ঞরাও বলে থাকেন— সম্প্রতি আমাদের মেন্টাল হেলথ অ্যাফেকটেড হচ্ছে বলেই বিভিন্ন রকমের ভায়োলেন্স হচ্ছে। করোনায় বাইরে কম বের হওয়ার কারণে মেন্টাল প্রেশার বেশি। অনেকের কাজকর্ম কম হচ্ছে। ফলে একটা ভায়োলেন্সের আশঙ্কা দেখা দেয়।’
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
আলোচনায় দ্বিতীয় ওয়েভ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফার্স্ট ওয়েভ কবে শেষ হবে, আমরা এটাই জানি না। সেকেন্ড ওয়েভ কবে শুরু হবে, সেটা কবে জানব? বাঙালি জাতি ঢেউয়ের মধ্যে থাকে। পদ্মা-মেঘনায় ঢেউ আছে। বঙ্গোপসাগরের ঢেউ মোকাবিলা করতে পারে। করোনার দ্বিতীয় ঢেউ এলেও তা ভালোভাবে মোকাবিলা করতে পারব।’
তিনি বলেন, ‘প্রথম ওয়েভ কবে শেষ হবে আর দ্বিতীয় ওয়েভ কবে আসবে— সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। শুধু এটুকু বলা যায়, শীতে করোনার প্রভাব একটু বাড়বে। সেকেন্ড ওয়েভ মোকাবিলা করতে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। তবেই সেকেন্ড ওয়েভ মোকাবিলা সম্ভব। আর সেকেন্ড ওয়েভ কখন শুরু হবে— সবই অজানা, অনিশ্চিত। তবে প্রস্তুতি আছে।’
বিপিএমসিএ সভাপতি এম এ মবিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের সাবেকেউপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর, ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন খান, বিপিএমসিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা ডা. মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা।
ঘরবন্দি জাহিদ মালেক ভায়োলেন্স মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ সহিংসতা স্বাস্থ্যমন্ত্রী