বেগমগঞ্জের সেই দেলোয়ার অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে
৭ অক্টোবর ২০২০ ০০:৩৩
নারায়ণগঞ্জ: নোয়াখালীর বেগমগঞ্জের কথিত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় অনুসন্ধানের জের ধরে তাকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল র্যাব।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে দেলোয়ারকে আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার (৪ অক্টোবর) বেগমগঞ্জের ওই গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে দেলোয়ারকে আটক করে র্যাব।
আটকের সময় দেলোয়ারের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বেগমগঞ্জে দেলোয়ারের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককলেট ও দুই রাউন্ড গুলি কাতুর্জ উদ্ধার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তার নামে অস্ত্র মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে রয়েছেন দেলোয়ার।
এদিকে, বেগমগঞ্জের ওই নারীকে নির্যাতনের পেছনে দেলোয়ার বাহিনী মূল ভূমিকা পালন করলেও এ ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ারকে আসামি করা হয়নি।
অস্ত্র মামলা দেলেয়ার বাহিনী দেলোয়ার রিমান্ড সিদ্ধিরগঞ্জ থানা