ওমরাহ পালনের আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ
৭ অক্টোবর ২০২০ ০৯:৩৬
ঢাকা: করোনাভাইরাস মহামারিতে পবিত্র ওমরাহ হজ পালনের বিষয়ে সৌদি আরব সরকার থেকে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চিঠি না পাওয়া পর্যন্ত ওমরাহ পালনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।
সোমবার (৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমরাহ পালনের জন্য সৌদি আরব সরকার থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পত্র পাওয়া যায়নি। তারপরও কিছু ব্যক্তি ও এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার আগে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে ওমরাহ পালনে ইচ্ছুকদের কারও সঙ্গে আর্থিক লেনদেন না করতেও অনুরোধ জানানো হয়েছে।