Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোঁজ নেই যাত্রীদের, উদ্বিগ্ন স্বজনরা


১২ মার্চ ২০১৮ ১৭:০৮

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজে থাকা যাত্রীদের খোঁজ পাচ্ছেন না বাংলাদেশের  স্বজনরা। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নেপালে যোগাযোগ করছেন, খোঁজ পেলে জানানো হবে।

স্থানীয় সময় সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০মিনিটে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের পাশে একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়।

রাজধানীর শুক্রবাদের বাসিন্দা এনজিও কর্মকর্তা রফিক জামান রিমু ও তার স্ত্রী সানজিদা হক বিপাশা এই ফ্লাইটে নেপাল যান। তাদের সঙ্গে ছিল সাড়ে সাত বছর বয়সী ছেলে অনিরুদ্ধ। বিপাশার স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টায় তারা হযরত শাহজালাল বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা হন। ফ্লাইট ছাড়ার আগে বাসায় মোবাইল ফোনে জানান, ‘নেপালে নেমেই আমরা ফোন করব’। তাদের নেপালের সিমও ছিল। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিপাশার বোন ঋতু সারাবাংলাকে জানান, ইউএস-বাংলা কর্তৃপক্ষ কিছু জানায়নি। কারও সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। আমরা খুব অসহায় আর দিশেহারা হয়ে পড়েছি।


এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর বারিধারা এবং বনানী অফিসে ভিড় করছেন স্বজনরা।



সারাবাংলা/জেএ/এটি

আরও পড়ুন: 

কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত

নেপালে বাংলাদেশ দূতাবাসের হটলাইন 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর